Price:৳ 550, $ 15, £ 10
ISBN: 978 984 20 0334-9
Type: Hard
Page: 256
In Stock:Not Avilable

রবীন্দ্রনাথ মুসলমানচিন্তা

রবীন্দ্রনাথ বিশ্বকবি। তিনি বাঙালি জাতি ও বাঙালি সংস্কৃতির স্রষ্টা। তাঁর সমসাময়িককালে বাঙালি হিন্দু-মুসলমান সম্রদায় ধর্মীয় ও রাষ্ট্রীয় সমস্যায় জর্জরিত ছিল। তিনি উভয় সম্প্রদায়কে নিয়ে একটা জাতি সৃষ্টি করতে চেয়েছিলেন, তাই ‘নেশন’-এর স্বপ্নও দেখেছিলেন। শেষ পর্যন্ত বাঙালি একটি খণ্ডিত ভূখণ্ড পেয়ে একটি রাষ্ট্র ও জাতিসত্তা পেয়েছে। রবীন্দ্রনাথ সর্ম্পকে মুসলমান বাঙালিরা প্রায় একশত বছর যাবত ক্ষোভ প্রকাশ করছে। উত্থাপিত হয়ে আসছে এমন একপেশে কথাÑযেমন রবীন্দ্রনাথ বিশ্বকবি বটে তবে তিনি মুসলমানদের জন্যকী করেছেন? আবার একশ্রেণীর উগ্র মুসলমানদের অভিযোগ-তিনি হিন্দু কবি, তিনি মুসলমানদের নিয়ে কিছু লিখেন নি, বরং মুসলমানদের প্রতি তিনি বিদ্বেষ পোষণ করতেন। মুসলমানদের ধর্মগ্রন্থ ‘কোরান’ উলটিয়েও দেখেন নি। একশ্রেণীর রবীন্দ্র-বিরোধীর এ ধরনের ক্ষোভ অভিযোগের সারসত্তা কিছু নেই; রবীন্দ্রনাথ প্রতিবেশী মুসলমানদের নিয়ে চিরজীবন ভাবিত ছিলেন। তাঁর জমিদারির কর্মক্ষেত্র ছিল মূলত মুসলিম প্রধান পূর্ববঙ্গ। পশ্চাৎপদ মুসলমান ক্রমশ শিক্ষিত ও সচেতন হয়ে জানতে পারছে রবীন্দ্রনাথ মুসলমানদের নিয়ে সত্যি কী ভেবেছেন আর কতটুকুই-বা ভেবেছিলেন। পাকিস্তান আমলে রবীন্দ্রনাথ অনাদরে থাকলেও বর্তমান বাংলাদেশে রবীন্দ্রনাথ কি উপযুক্ত সমাদর পাচ্ছেন?-এ বিশ্লেষণ এ গ্রন্থে বিশেষভাবে উঠে এসেছে। ব্যাখ্যা-বিশ্লেষণে জানার চেষ্টা হয়েছে, রবীন্দ্রনাথ মুসলমানদের নিয়ে কী চিন্তা করেছেন। আশা করি, বর্তমান গ্রন্থটির প্রয়োজনীয় তথ্য ও বিশ্লেষণ রবীন্দ্রনুরাগীসহ পাঠকসাধণের মনে এ বিষয়ে আগ্রহ সৃষ্টি করে রবীন্দ্রচিন্তায় সঠিক দিকনির্দেশনা দিবে।

Read More

Authors Details

Shamsul Alam Sayed / ড. শামসুল আলম সাঈদ

ড. শামসুল আলম সাঈদ (জন্ম ১৯৪০)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ. এবং বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে পিএইচডি করেন। দীর্ঘদিন অধ্যাপনা শেষে এখন অবসর এবং লেখালেখিতে; তবে শয্যাগ্রস্ত হয়ে স্থবির হয়েছেন। এ যাবৎ প্রকাশিত উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ : চর্যাপদ : তাত্ত্বিক সমীক্ষা, উপন্যাসে জীবনবোধ ও মূল্যবোধ, হাফিজ ও বিস্ময়কর দিওয়ান, ওমর খৈয়াম, রবীন্দ্রনাথের মুসলমান চিন্তা ইত্যাদি।