
Price:৳ 75, $ 5, £ 3
ISBN: 978 984 20 1030-9
Type: Paper back
Page: 24
In Stock: Avilable



এক যে ছিল মা-গাছ
দাদিমণি। গল্প শোনাতে তার জুড়ি নেই। একঝাঁক নাতি-নাতনি নিয়ে গল্প বলা শুরু করলেন দাদি। এক যে ছিল মা-গাছ। এক মা-গাছের গল্প! সবার হাজারো জিজ্ঞাসা।... গ্রামের নাম শিমুলতলি। সেই শিমুলতলির মেঠোপথ থেকে গাছপালা, নদী, বাতাস, কেঁচো, ব্যাঙ, চড়–ই, বাদুড়, ডাহুক, শিয়ালÑপ্রকৃতির কেউই বাদ রইল না। বাদ রইল না মানুষও। চন্দ্র, সূর্য, মেঘ, প্রজাপতি, মাটিÑসবাই দাদিমণির মুখে সমান। এ এক প্রকৃতি মায়ের গল্প। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে থিয়েটার করা আর একসময়ের ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের কর্মী, শিশু অধিকার বিশেষজ্ঞ মোহম্মদ মারুফ খানের রচনা ও চন্দ্রশেখর দের চিত্রণে সহজ-সরল এক মানবশিশুর সাথে প্রকৃতির সব সদস্যও যেন জীবন্ত এ গল্পে। বাংলাদেশের এক গ্রাম শিমুলতলি যেন হয়ে উঠল সারা বিশ্বব্রহ্মাণ্ড!